মানিকগঞ্জে ১২ ঘণ্টায় কুকুরের কামড়ে আহত ৮৮
মানিকগঞ্জ পৌরসভায় ১২ ঘণ্টায় কুকুরের কামড়ে পথচারী নারী-পুরুষ এবং শিশুসহ ৮৮ জন আহত হয়েছে। গতকাল রোববার (৭ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরসভার পশ্চিম সেওতা, বান্দুটিয়া ও বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই রোববার সকালে বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যায়। একপর্যায়ে কুকুর যাকে সামনে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। বিষয়টি জানাজানি হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শহরের পশ্চিম সেওতা এলাকার মো.ইউসুফ আলী জানান, দুপুরে বাজার করার জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পিছন থেকে একটি কুকুর দৌড়ে আসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই হাঁটুর নিচে বেশ কয়েকটি কামড় দিয়ে পালিয়ে যায়। কুকুরে কামড়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। অন্যান্য রোগীদেরও সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে সকলেই বাসায় ফিরে যায়।