কমার্স কলেজের শিক্ষার্থী হত্যায় মূলহোতা গ্রেপ্তার
ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে হত্যার ঘটনার মূলহোতা রাজিন ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন র্যাব-৪ এর সিও লে. কর্নেল আব্দুর রহমান।
র্যাব জানায়, গতকাল রোববার বিকেলে হবিগঞ্জের মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লে. কর্নেল আব্দুর রহমান বলেন, ‘মূলত শ্রেণিকক্ষে দাবা খেলার বোর্ড বাজেয়াপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে জুবায়েরের ওপর ক্ষিপ্ত ছিলেন রাজিন। দাবার বোর্ড ফিরে পেতে রাজিন নিজেকে নিয়মিত ছাত্র দাবি করে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাতে জুবায়ের বাধ সাধে। পরে রাজিন ক্ষিপ্ত হয়ে ডেকে নিয়ে জুবায়েরকে কুপিয়ে হত্যা করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিন বিষয়টি স্বীকার করেন।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘শনিবার সন্ধ্যায় ঢাকা কমার্স কলেজের পার্শ্ববর্তী চারতলা ভবনের তৃতীয় তলায় একটি ভাড়া বাসায় জুবায়েরের মরদেহ পায় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মামলা হলে গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-৪ ও র্যাব-৯ রাজিনকে ধরতে মাঠে নামে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।’