মানুষের দুর্ভোগ না বাড়িয়ে ছাত্রদের উচিত আদালতে ফেরা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষের দুর্ভোগ না বাড়িয়ে ছাত্রদের উচিত আদালতে ফেরা। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিন্তু কোটা তুলে দিয়েছিলেন। বিচার বিভাগ স্বাধীন। সেখান থেকে যে রায় এসেছে, রাস্তাঘাট বন্ধ না করে শিক্ষার্থীদের উচিত আদালতে গিয়ে কথা বলা।
আজ শনিবার (১৩ জুলাই) বিকেলে জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহে স্থাপিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাস্তাঘাট বন্ধ করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। মানুষের দুর্ভোগ না বাড়িয়ে ছাত্রদের উচিত আদালতে ফেরা। পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা আছে। বাংলাদেশে আমরা যদি নৃগোষ্ঠীকে কোটার বাইরে রাখি, তাহলে তারা মূল স্রোতে আসতে পারবে না। মূল স্রোত থেকে ছিটকে পড়বে। এই ধারণাটি (কোটা) একটি ইতিবাচক ধারণা।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন্সের ১১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন এবং মুক্তিযুদ্ধে পুলিশ : ময়মনসিংহ জেলা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা। বক্তব্য দেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা মো. হামিদ, জেলা আ.লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।