কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে স্থবির বরিশাল
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দালনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশে বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তারা। নগরের অভ্যন্তরেও চলছে বিক্ষোভ। এতে অচল হয়ে পড়েছে বরিশাল নগরী।
সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিএম কলেজ এবং ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নগরীর চৌমাথা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। কোটা সংস্কারের পক্ষে এবং হামলাকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে তারা।
আমতলার মোড় এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্লোগান দেয় তারা।
অবরোধের প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সকালে বি এম কলেজ এলাকায় ছাত্রলীগের কিছু কর্মী আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুর রহমান বলেন, ‘কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’