দিনাজপুরে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে আহত ২৫
কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর উক্তির প্রতিবাদে দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে কোটা সংস্কারের দাবিতে কলেজ মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়। তারা সড়কে বাংলা ব্লকেট তৈরির মাধ্যমে ‘চাইতে গেলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’ স্লোগানে উত্তাল করে তোলে রাজপথ। একপর্যায়ে শিক্ষার্থীরা শহরের কলেজ মোড়, হাবিপ্রবির অদূরে দশমাইল মোড়সহ বিভিন্ন স্থানে রাস্তায় বসে পড়ে অবরোধ করে।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের সময় হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে আটজন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছে।
এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে আহতের সংখ্যা এখনও নিরুপণ হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।