যৌথ অভিযানে ৯ ঘণ্টা পর রাবি ভিসি-প্রোভিসিকে উদ্ধার
তিন শতাধিক পুলিশসহ যৌথ আভিযানিক দল দীর্ঘ নয় ঘণ্টা পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবরুদ্ধ ভিসি ও প্রোভিসিকে উদ্ধার করেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় মহানগর পুলিশ, রেঞ্জ পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত এই যৌথ আভিযানিক দল তাঁদের উদ্ধার করে।
এ সময় যৌথ আভিযানিক দল সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অবরুদ্ধ ভিসি ও প্রোভিসিকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায় পুলিশ।
এর আগে সকাল ১০টা থেকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত সাধারণ শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রত্যাহার, ছাত্র রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবনে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও প্রোভিসি অধ্যাপক হুমায়ুন কবীরকে অবরুদ্ধ করে রাখে। এরপর দুপুরে ভিসি শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ক্যাম্পাসের আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালে শিক্ষার্থীরা তা নাকোচ করে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা অবরুদ্ধ ভিসি ও প্রোভিসিসহ প্রশাসনিক ভবনে আটকে পড়াদের দুপুরের খাবার সরবরাহেও বাধা দেয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. রশীদুল হাসানের নেতৃত্ব তিন শতাধিক আরএমপির সদস্যসহ রেঞ্জ ডিআইজির নেতৃত্বে রেঞ্জ পুলিশ, সেক্টর কমান্ডারের নেতৃত্বে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ভিসিকে প্রশাসনিক ভবন থেকে উদ্ধার করা হয়েছে।