আবাসিক হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। গভীর রাত থেকেই শিক্ষার্থীরা হলত্যাগ শুরু করলেও নারী শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর থেকে বের হতে দেখা যায়।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দেয়। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় বন্ধের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিকেল সোয়া ৪টার দিকে মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে ভিসির বাসভবন ঘিরে বিক্ষোভ এবং কোটাবিরোধী স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে ভিসির বাসভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।