চোখে-মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন শিক্ষার্থীদের
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চোখে-মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদী ছবি প্রচার কর্মসূচি পালন করছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) এই কর্মসূচি পালন করছে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে কয়েকশ ছাত্র-জনতাকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত ও গ্রেপ্তার করেছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে তারা।
শিক্ষার্থীদের পাঠানো এক বার্তায় তারা দাবি করে, এখনও আন্দোলন দমনে সরকার ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। আবার সরকার শহীদ ছাত্রদের জন্য আজ শোক পালনের ঘোষণা দিয়েছে। সরকারের এই প্রহসনের শোক প্রত্যাখ্যান করে সারা দেশে তারা চোখে-মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি গ্রহণ করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক প্যানেলের পক্ষে আরিফুল হাসান বলেন, ‘সরকারের এই প্রহসনের শোক প্রত্যাখ্যান করে ময়মনসিংহেও আন্দোলনকারী ছাত্ররা চোখে-মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করছে। ছাত্রদের ৯ দফা দাবিতে আন্দোলন চলমান আছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।'
আরেক আন্দোলনকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, ‘আন্দোলনকারী নিরস্ত্র ছাত্রদের ওপর কেন গুলি করা হলো, কেন তাদের হত্যা করা হলো? আমরা এই হত্যার বিচার চাই। যত দিন বিচার না পাব তত দিন আমাদের আন্দোলন চলবে।’