মাগুরায় মানববন্ধনে পুলিশের বাধা
কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার প্রাণহানির ঘটনায় বিচারের দাবিতে মাগুরায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখাকে মানববন্ধন করতে দেয়নি পুলিশ। মানববন্ধন শুরুর কয়েক মিনিট পরই পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
আজ বুধবার (৩১ জুলাই) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সকালে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ‘ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে ও নিহতদের স্মরণ’ শীর্ষক মানববন্ধনে দাঁড়ায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখা। মানববন্ধন শুরুর কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় মাগুরা জেলা জাসদের আহ্বায়ক এ টি এম মোহাব্বত আলী গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
পুলিশ জানায়, মানববন্ধনের পূর্ব অনুমতি না থাকায় কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে।