যশোরে হোটেলে আগুন : এক ইন্দোনেশিয়ানসহ নিহত ১৮
যশোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল আগুনে ভস্মীভূত হয়েছে। আজ সোমবার (৫ আগস্ট) রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে এক ইন্দোনেশিয়ান নাগরিকসহ ১৮ জনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ এম মামুন।
প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচার হওয়ার পর পরই হাজার হাজার ছাত্রজনতা রাস্তায় নেমে বিজয় উল্লাস ও মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। উল্লাসরত জনতার একটি অংশ শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলের ভাস্কর্য ভাঙচুর করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, তাঁর বাড়ি ও প্রেসে আগুন ধরিয়ে দেয়। প্রথম দিকে হোটেল জাবির ইন্টারন্যাশনালে কোনো উদ্ধার কার্যক্রম চালান যায়নি। ঘন্টাখানেক পর একটি হেলিকপ্টার দিয়ে বেশ কিছু আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ১৬ তলাবিশিষ্ট হোটেলটির বিভিন্ন ফ্লোর থেকে একের পর এক মরদেহ উদ্ধার হতে থাকে।
এদিকে যশোর সদর উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাড়িতেও আগুন দেওয়া হয়। শহরের চাচড়া এলাকায় নাভারণ প্রিন্টিং প্রেসও ভাঙচুর করা হয়। এই প্রেসটির মালিক যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ সাংবাদিকদের বলেন, হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এসব কাজ না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।