বরগুনায় বাজার মনিটরিংয়ে নৌবাহিনী
বরগুনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ ও দোকানঘর দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাজার মনিটরিং করছে নৌবাহিনী।
আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে বরগুনার মাছ বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া এ বিষয়ে জানান, বরগুনায় সব নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। তার পরও কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত দাম না রাখে সে কারণে তাদের সচেতন করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে দেখা গেছে, কেউ কেউ বাজার এলাকার কয়েকটি ঘর দখলের চেষ্টা করেছে—এসব ঘটনা যেন সামনে আর না ঘটে সেবিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
ইউএনও আরও বলেন, ফুটপাতে যাতে কোনো দোকানপাট না বসে বা দোকানের মালামাল রাখা না হয় সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ জানান, দু-একজন ব্যবসায়ী এই বিশৃঙ্খল পরিবেশের সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করেছে, ছাত্র-জনতার হুঁশিয়ারিতে তারা তা করতে পারেনি। এখন নৌবাহিনীসহ জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকলে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের কাজ চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ নৌবাহিনীকে অনুরোধ জানান তিনি।