অন্তর্বর্তীকালীন সরকারের অর্পিত দায়িত্ব পালনে প্রস্তুত বিমান বাহিনী
অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব দেবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালনের জন্য বিমান বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বুধবার (১৪ আগস্ট) সকালে যশোর বিমানবন্দর পরদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিমান বাহিনী প্রধান।
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের প্রয়োজনে সীমিত জনবল নিয়েও অসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করছে বিমান সেনারা।
এর আগে, ইন এইড টু সিভিল পাওয়ার- এর আওতায় পরিচালিত যশোর বিমানবন্দরের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন বিমান বাহিনীর প্রধান। পরিদর্শন শেষে এসব দায়িত্বে নিয়োজিত কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।
এসময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), বিমান বাহিনীর যশোরস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবীর দায়িত্বশীল কর্মকর্তরা উপস্থিত ছিলেন।