আন্দোলনকারীদের তোপের মুখে কর্মস্থল ছাড়লেন জেলা প্রশাসক
আন্দোলনকারীদের তোপের মুখে তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। আজ রোববার (১৮ জুলাই) দুপুরে তিনি কর্মস্থল ত্যাগ করেন।
দলীয়করণ, ঘুষ দুর্নীতি, চাকরি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনর বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন তাঁরা। একপর্যায়ে আন্দোলনকারীদের তোপের মুখে জেলা প্রশাসক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে চলে যান।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতিকুল মামুনকে দায়িত্ব বুঝিয়ে দেন জেলা প্রশাসক। ২০২৩ সালের ৩ এপ্রিল ঝিনাইদহে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন এস এম রফিকুল ইসলাম।
এদিকে জেলা প্রশাসক জিপে কার্যালয় ত্যাগের পরে শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশ সুপার আজিম-উল-আহসানের সঙ্গে কথা বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন ওরফে টাইগার ফরিদের অপসারণ দাবি করেন। পুলিশ সুপার ওই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।