আইসিটি বিভাগের নতুন সচিব শীষ হায়দার
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য (অতিরিক্ত সচিব) শীষ হায়দার চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব করা হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শীষ হায়দারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে দায়িত্বি দেওয়া হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরকার।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশজুড়ে সংস্কারের যে দাবি ওঠে, তার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন বাহিনী, দপ্তর-প্রতিষ্ঠানে বদলি, অব্যাহতিসহ ব্যাপক রদবদল অব্যাহত আছে। প্রশাসনে পালাবদলের মধ্যেই আইসিটির সাবেক সচিবকে ওএসডি করার দু’দিনের মাথায় শীষ হায়দারকে নতুন সচিব করার প্রজ্ঞাপন এলো।