সুনামগঞ্জে এক হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
সুনামগঞ্জে এক হাজার কেজি (২০ বস্তা) অবৈধ ভারতীয় চিনি জব্দ ও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দোয়ারাবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া ফোর্সসহ উপজেলা সদরের পশ্চিম নৈনগাঁও এলাকায় অভিযান চালায়। এসময় চিনি পরিবহণকারী দুটি অটো থেকে এক হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। পরে বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আমির হোসেন (৩০) ও একই গ্রামের রমজান আলীকে (২০) গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় অবৈধ চিনি পরিবহণ করায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।