সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা একই পরিবারের মানুষ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের পূজাটা যেন নতুন বাংলাদেশের পূজা হয়। বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ। আমরা এখানে ধর্মীয় কোনো বৈষম্য নয়।
আজ সোমবার (৭ অক্টোবর) টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপনবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফরিদা আখতার এসব কথা বলেন।
সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেছেন, আমরা ঈদে আনন্দ করব, পূজায় ভয়ে থাকব—এটা হয় না। আমাদের পূজায় কেন ভয়ে থাকতে হবে। পুলিশ-আনসার দিয়ে পাহারা দিয়ে পূজাটাকে আনন্দময় করব–এটা তো হতে পারে না। পূজায় হিন্দু মুসলিম সবাই মিলে আমরা আনন্দ করতে চাই, সেজন্য সামাজিকভাবে পরিস্থিতি তৈরি করতে হবে, যেন সবাই আনন্দটা করতে পরি। সবাই যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই ভালো একটা পূজা করতে পারব।
উপদেষ্টা আরও বলেছেন, দীর্ঘদিনের মানুষের মধ্যে বৈষম্য ও বঞ্চনা এবং পুঞ্জিভূত ক্ষোভের ফলে আন্দোলন তুঙ্গে উঠেছিল এবং এ আন্দোলন ছিল ছাত্র-জনতার সর্বোপরি সর্বোস্তরের মানুষের আন্দোলন। এ আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়, যাদের অধিকাংশই ছাত্র। কাজেই এ আন্দোলনের ফলে গঠিত অন্তর্বতী সরকার শুধু দায়িত্ব নয়, বরং কর্তব্য বলে মনে করছে।