শেখ হাসিনার অবস্থান সম্পর্কে ঢাকার কাছে কোনো তথ্য নেই : পররাষ্ট্র উপদেষ্টা
ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনে পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ভারতও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। বর্তমানে শেখ হাসিনার অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছেও নিশ্চিত কোনো তথ্য নেই। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফরমেশন কেউ দিতে পারেনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে, উনি আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা কনফার্ম হতে পারিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠাল কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনারা বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছ থেকে জেনে নিতে পারেন।