ময়মনসিংহে সাবেক মেয়র বিল্লাল সরকার গ্রেপ্তার
ময়মনসিংহ মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) সকালে র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক ই-মেইল বার্তায় এ খবর নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানান অভিযোগে মুক্তাগাছা থানায় আট মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটান এলাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। আসামি বিল্লাল হোসেন সরকারকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিল্লাল হোসেন সরকার এর আগে উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০০৪ সালে তিনি মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি টিআর, কাবিখা, ভিজিএফ, ভিজিডি, সরকারি গুদামের ধান-চাল বিতরণে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অবৈধ উপার্জন, চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে।