সাময়িক বরখাস্ত পুলিশ সুপারের অভিযোগ স্ত্রী-কন্যার
সেনা কর্মকর্তাদের সম্পর্কে শিষ্টাচার বহির্ভুত বক্তব্য দেওয়াসহ নানা কারণে দুই দফা সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী মেহনাজ আকতার আমিন।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে দুই মেয়েকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন মেহনাজ।
মেহনাজ আকতার অভিযোগ করেন, তাঁর স্বামী ফজলুল হকের পরকীয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ধারাবাহিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি ও তার মেয়েরা। সম্প্রতি তাঁকে না জানিয়ে নাটোর জেলা অ্যাকাউন্টস ও ফিন্যান্স অফিসের অডিটর মানসুরা খানমকে বিয়ে করে নাটোর শহরের ভাড়া বাসায় বসবাস করছেন ফজলুর রহমান। ২০২১ সালে র্যাবে কর্মরত থাকা অবস্থায় সেনা কর্মকর্তাদের নিয়ে ফজলুল হকের ফোনালাপ ফাঁস হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নানা অপকর্মের কারণে চলতি বছরের ১৩ মার্চ আবারও সাময়িক বরখাস্ত করা হয় ২৭ ব্যাচের এই পুলিশ কর্মকর্তাকে। সংবাদ সম্মেলনে পরিবারের ভরণপোষণসহ বিচার দাবি করেছেন তিনি।
এ বিষয়ে জানতে সাময়িক বরখাস্ত পুলিশ সুপার ফজলুল হককে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।