সিন্ডিকেটের কাছে জিম্মি ডিমের বাজার!
খামারি ডিম উৎপাদন করে আর দাম নির্ধারণ করে অদৃশ্য সিন্ডিকেট। প্রতিদিনই দাম ওঠা-নামা করে কোনো কারণ ছাড়াই। দাম কমলে বিক্রি বন্ধ করে দেয় আড়তদার অনেকে। পরে দাম বাড়লে সেসব বিক্রি করেন তারা।
টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকার তেজগাঁও কেন্দ্রিক সিন্ডিকেটগুলো দায় চাপায় একে অন্যের ওপর। অভিযানে কৃত্রিম মজুতদারদের বিরুদ্ধে মামলা জরিমানা হলেও সিন্ডিকেট আছে বহাল তবিয়তে। বিস্তারিত দেখুন ভিডিওতে।