ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
ময়মনসিংহের ফাতেমা নগর রেল স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের এক বগি লাইনচ্যুত হওয়ার প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে আবারও ট্রেন চলাচল শুরু হয়।
দেওয়ানগঞ্জগামী ট্রেনের যাত্রী জিল বাংলা সুগার মিলসের সিবিএ সাধারণ সম্পাদক রায়হানুল হক বলেন, রাত পৌনে ১০টার দিকে দেওয়ানগঞ্জগামী ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় এক ঘণ্টা পর রাত ১১টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির তিন বগি ছাড়াই বিকল্প লাইনে ফাতেমানগর স্টেশন ছেড়ে যায়।
আজ শনিবার সকালে ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাংগীর আলম বলেন, রাতেই উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছে। আজ সকাল সাতটার দিকে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ হয়।