সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিয়ে, সারজিসের শুভেচ্ছা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী সারজিস আলম। আজ শনিবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আরেক সমন্বয়ক সারজিস আলম এ শুভেচ্ছা জানান।
ফেসবুকে পোস্টে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো।’
সারজিস আলম আরও বলেন, ‘দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।’
ওই পোস্টে সর্বশেষে সারজিস আলম যোগ করেন, ‘ভাবিকে এখনও আমরাও দেখিনি।’
হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। গেল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে তিনি সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।