বরিশালে শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্কে সরানো হলো রোগীদের
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মেডিসিন বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে রোগী ও তাদের স্বজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত রোগীদের সরিয়ে হাসপাতালের প্রাঙ্গণে নেওয়া হয়েছে।
আজ রোবববার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন শামিম আহমেদ বলেন, ধোঁয়ায় সব আচ্ছন্ন হয়ে যাওয়ার পর রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে আসতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, আজ সকাল ১০টায় হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়া বেশি হওয়ায় পুরো পাঁচতলা হাসপাতাল ভবন আচ্ছন্ন হয়ে যায়। তাৎক্ষণিক সেখানে থাকা প্রায় ৫০০ রোগীকে বাইরে বের করে আনা হয়। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে কাজ শুরু করেছে। কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে। রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে। তাদেরকে হাসপাতালের পুরোনো ভবনে স্থানান্তরের কাজ চলছে।