উধাও ছাত্রলীগের ওয়েবসাইট-ফেসবুক পেইজ
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সরকারপ্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের প্রথম সারির কোনো নেতাকে আর মাঠে দেখা যায়নি। এরপর কয়েকদিন চালু থাকলেও আওয়ামী লীগের পাওয়ার হাউজ হিসেবে খ্যাত ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ওয়েবসাইটসহ ভেরিফাইড ফেসবুক পেইজও উধাও হয়ে যায়।
আজ বুধবার (১৬ অক্টোবর) বার বার চেষ্টা করেও ছাত্রলীগের ওয়েবসাইটের অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ছাত্রলীগের ওয়েবসাইটে বার বার ঢোকার চেষ্টা করলেও সেখানে প্রবেশ করা যায়নি।
ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে লেখা আসে ‘সংশ্লিষ্ট ডোমেইনটি মেয়াদউত্তীর্ণ হওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়েছে। ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট সেবাসমূহ পুনরায় চালু করতে ডোমেইনটি নবায়ন করুন। ডোমেইনটি নবায়ন করার জন্যে .বাংলা এবং .bd ডোমেইন এর অনলাইন পোর্টালে লগইন করুন। ডোমেইন অনলাইন পোর্টাল এর লিঙ্ক: https://bdia.btcl.com.bd/।
ডোমেইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সেবাসংক্রান্ত তথ্যপ্রাপ্তির নিমিত্তে ডোমেইন অনলাইন প্রোফাইলের তথ্য নিয়মিত হালনাগাদ করুন। যেকোনো সমস্যা, জিজ্ঞাসা ও সহায়তার জন্যে নিম্নোক্ত ডোমেইন সাপোর্টে ইমেইল করুন [email protected].
সর্বশেষ ৩ আগস্ট ছাত্রলীগ থেকে একটি প্রেসবিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই আত্মগোপনে চলে যান সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এর মধ্যে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন।