নয়াদিল্লির লোধি গার্ডেন এলাকায় আছেন শেখ হাসিনা
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। ভারতে যাওয়ার পর তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। শেখ হাসিনা আসলে কোথায় আছেন, তা নিয়ে নানামহলে নানা কথা শোনা যায়। ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জুলাই গণহত্যার প্রধান আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি দিল্লিতে আছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও, সম্প্রতি দিল্লি থেকে তাকে অন্যত্র সরিয়ে নেওয়ারও গুঞ্জন ওঠে। তবে শেখ হাসিনা নয়াদিল্লিতেই অবস্থান করছেন। নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন শেখ হাসিনা। ভারত সরকারই তাঁর থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে।
দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে গত দুই মাস ধরে বসবাস করছেন। তাঁর জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে ভারতীয় সরকার।
প্রিন্ট বলছে, লুটিয়েন্স বাংলো এলাকায় ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাড়ির মতো একটিতে শেখ হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে। হাসিনার নিরাপত্তায় সার্বক্ষণিক সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা রয়েছেন।
যথাযথ প্রটোকলসহ হাসিনা মাঝেমধ্যে পাশের লোধি গার্ডেনে হাঁটতে যান বলে জানায় প্রিন্ট।