দিনব্যাপী নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর দলটির প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণসহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নানা কর্মসূচিতে সারা দেশে দিনটি পালন করা হয়। এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
আইয়ুব আলী, ময়মনসিংহ
আর্তমানবতার সেবায় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসর্গ করে জাতীয়তাবাদী যুবদল একটি নজির স্থাপন করেছে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর শাখা আয়োজিত দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কথা বলেন।
হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, ড্যাবের চিকিৎসক ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরী ইমন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রতন, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সদস্য আব্দুল মালেক সোহান প্রমুখ।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)সহযোগিতার ফ্রী মেডিকেল ক্যাম্পে সম্প্রতি বন্যায় আক্রান্তসহ অনান্য ১৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়।
আজ বিকেলে হালুয়াঘাটের চর বাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সদর ও গাজীরভিটা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রবিশস্যের বীজ বিতরণ করা হয়।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
নরসিংদীতেও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ বিকেলে জেলা যুবদল উদ্যোগে স্টেশন এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ তিরণ হয়।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ জলিল, আকবর হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট উম্মে সালমা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম, শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন সুমন প্রমুখ।
ভজন দাস, নেত্রকোনা
নেত্রকোনাও যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সহসভাপতি ও পৌরসভায় বিএনপি মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনির উদ্যোগে সকাল ১১টা থেকে দিনব্যাপী চকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষধ দেওয়া হয়।
অপরদিকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উদ্যোগে সরকারি কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরেও ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শহরের কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা যুবদলের ব্যানারে এ আয়োজন করা হয়।
ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত ১২ জন চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।
একইসঙ্গে ব্যবস্থাপত্র অনুযায়ী বিভিন্ন রোগের ওষুধ বিনামূল্যে রোগীদেরকে দেওয়া হয়েছে। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুবদলনেতা বদরুল আলম শ্যামল, জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন, শামছুল আহসান মামুন প্রমুখ।
আসমাউল আসিফ, জামালপুর
জামালপুরেও নানা আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির আয়োজন করে।
জেলা যুবদলের আহ্বায়ক মো. সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ড্যাবের জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মুহাম্মদ তারিকুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য দেন।
পরে দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়। এ সময় স্বেচ্ছায় রক্তদান করেন দলীয় নেতাকর্মীরা।
কে এম সবুজ, ঝালকাঠি
ঝালকাঠিতেও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাবের সামনে দিনব্যাপী এ চিকিৎসাসেবার আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল।
সকাল ১০টায় ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।
দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এম আর মুর্তজা, মাদারীপুর
মাদারীপুরেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী দুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সকালে জেলা সদর, শিবচর, কালকিনি, ডাসার, রাজৈরে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা সদরের লেকপাড়ের মুক্তমঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।
জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।
এরপর সকাল থেকে বিকেলে পর্যন্ত পাঁচ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা প্রদানে নিরাময় হাসপাতাল সহযোগিতা করে।
এ সময় মেডিসিন, ডায়বেটিস, গাইনি, রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা জটিল রোগেও চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
সঞ্জিব দাস, ফরিদপুর
ফরিদপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাবের চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যের চিকিৎসাসেবা দেওয়া হয়।
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইছা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কে এম জাফর, যুবদলের সহসভাপতি শামিমুল হক তালুকদার প্রমুখ।