রাজধানীর কচুক্ষেতে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন
রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের লেগুনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৫২ মিনিটে এ খবর জানতে পারে ফায়ার সার্ভিস। তবে, এ আগুন কীভাবে লেগেছে বা কারা লাগিয়েছে, তাৎক্ষণিক তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
লিমা খানম বলেন, কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের একটি লেগুনায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১৪ নম্বর এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে গাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।