আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট : টুকু
‘আওয়ামী সরকারের চরিত্র জনগণ বুঝে গেছে। নানা অনিয়ম দুর্নীতি করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর কোনো দেশ তাঁকে আর আশ্রয় দিচ্ছে না। আওয়ামী লীগ চারিত্রিকভাবেই ফ্যাসিস্ট—এটার পরিচয় পাওয়া গেছে। আওয়ামী লীগ নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেশের জনগণ।’
আজ শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টায় সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মজিবুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম, মো. লিয়াকত খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।