সাভারে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমিন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়া থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
ওসি আবু বকর জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারধর ও গুলিবর্ষণ করে হত্যা এবং হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট বিকেল ৪টার দিকে বিজয় মিছিল নিয়ে থানার দিকে যাওয়ার সময় বাইপাইল মোড়ে গুলিবিদ্ধ হন আল আমিন মিয়া। গুরুতর অবস্থায় তাকে আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই থানা পুরিয়ে দেওয়ায় পুলিশের কার্যক্রম বন্ধ থাকে। মরদেহ নিয়ে বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর দুদিন পরেও মরদেহের দাবিদার ছিল না। পরে অজ্ঞাতনামা হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
পরে নিখোঁজ স্বামীর সন্ধানে মরিয়া হয়ে নানা স্থানে খোঁজখবর নিতে থাকেন কুলসুম। একপর্যায়ে ওই হাসপাতালে গিয়ে নিখোঁজদের খোঁজ নেন তিনি। অজ্ঞাতনামা হিসেবে দাফনের আগে সংগ্রহ করা কিছু আলামত এবং মৃতদেহের ছবি দেখে কুলসুম তার স্বামীকে শনাক্ত করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভূঁইয়া সুমন, ঢাকা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ওমর ফারুক ও শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর মৃধা প্রমুখ।