নাহিদ-আসিফরা জীবন দিতে প্রস্তুত ছিল : সারজিস
নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিলেন। ডিজিএফআই, ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও তিন মাস আগেই বলেছিল ‘উই আর ওপেন টু বি কিল্ড’।
আজ বুধবার (১৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এসব কথা লেখেন। তিনি লেখেন, ‘সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে। তবে, ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই-সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে। মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদের লক্ষ্য থেকে সরাতে পারেনি।’
উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগান বিষয়টি উল্লেখ করে সারজিস লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী দুর্নীতিগ্রস্ত সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি।’ নিজেদের ভেতরের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে, সেটা নিয়েও সমস্যা নেই। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছেন।’