কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা বসছে কাল
পূজা-অর্চনার মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে দিনাজপুরের কাহারোল উপজেলায় ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাসমেলা।
মাসব্যাপী রাসমেলা ঘিরে এবার ব্যাপক আয়োজন করেছে কর্তৃপক্ষ। উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই ঐতিহাসিক কান্তজিউ মন্দির।
ইতোমধ্যে মেলা কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ, প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশের পর্যটক ও ভক্তদের সমাগম ঘটে মাসব্যাপী এই রাসমেলায়।
এবার বিভিন্ন ধরনের প্রদর্শনী, সার্কাস, জাদুসহ মেলাকে আকর্ষণীয় করতে হরেক রকমের দোকানপাট মন্দির চত্বরে বসানো হয়েছে। প্রতি বছরের মতো এবারও পূর্ণিমা রাত্রিতে রাধা-কৃষ্ণের বিগ্রহ রাজ বেধিতে পূঁজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হচ্ছে।
মেলায় রাধা-কৃষ্ণের বিগ্রহকে এক নজর দেখা এবং পাপ মোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারও নারী-পুরুষ ও ভক্তের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার আগে থেকেই।
ঐতিহাসিক কান্তজিউ রাসমেলার নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।