রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার
রাজধানীর পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি পাইপ গান ও আরেকটি চাইনিজ পিস্তল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা থেকে ও শুক্রবার সকালে মিরপুর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
ডিএমপি জানায়, শুক্রবার সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের একটি ড্রেন থেকে দেশীয় একটি পাইপ গান উদ্ধার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
উত্তরা পূর্ব থানা সূত্র জানায়, উত্তরায় শ্রমিকরা একটি ড্রেন পরিষ্কার করছিলেন। এসময় ড্রেনের কাদার ভেতর অস্ত্র সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর মিরপুর ছয় নম্বর সেকশন এলাকার এক নম্বর ব্লকের এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সাত দশমিক ৬২ মি.মি. চাইনিজ পিস্তল উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, তরিকুল ইসলাম নামের একজন সিএনজিচালক পথে থাকা কুকুরদের জন্য খাবার নিতে এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপে যান। এ সময় তিনি ময়লার স্তূপে থাকা একটি নীল রংয়ের ছেড়া গেঞ্জির মধ্যে পিস্তল সদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি মিরপুর থানায় জানান। এরপর পুলিশ গিয়ে সেটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও জব্দ করে।
এই দুই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।