স্বপ্নপূরণের আগেই জাবি থেকে লাশ হয়ে ফিরলেন রিচি!
যে স্বপ্ন নিয়ে আফসানা রিচি ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, (জাবি) তা আর পূরণ হলো না। ভর্তির এক মাসের মাথায় নিথর দেহে ফিরতে হচ্ছে বাবা মায়ের কাছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিচি। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রিচি রাস্তা অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মাথায় আঘাত পান।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়।
মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী রিচি বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. রেজাউল করিম, মা কিছমত আরা। রাজধানীর গ্রিন রোডের গ্রিন স্কয়ারে তার বাবার বাড়ি। গ্রামের বাড়ি শেরপুর জেলায়।