আইন কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবিতে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লার কাছে এই স্মারকলিপি দেন বিক্ষুব্ধ আইনজীবীরা।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, অ্যাডভোকেট মুহা. মামুন অর রশিদ মামুন, অ্যাডভোকেট মেহেরুন নেছা স্বপ্না, অ্যাডভোকেট রাশেদুল হাকিম তুহিন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকেট হেমায়েত প্রমুখ।
এর আগে গত সোমবার একই দাবিতে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে তাঁদের ওপর বিভিন্ন অনিয়ম ও বঞ্চনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, ‘বিগত দিনে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে অত্যাচারিত হয়েছি। অথচ আজ যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সময় সুবিধাভোগী। তারা বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা গ্রহণ করেছে।’
বক্তারা ওই মানববন্ধনেও অবিলম্বে ওই নিয়োগ বাতিলের দাবি করেন।