রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ
রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সৃষ্টি হয়েছে যানজটের, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই এ বিক্ষোভ শুরু করেন তারা।
ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, ডেমরা এলাকার সড়ক অবরোধ করেছে। মহাখালী এলাকায় প্রায় হাজার খানেক চালক নেমেছেন। তারা রেলগেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছেন। ফলে তেজগাঁও ও জাহাঙ্গীর গেট থেকে কোনো গাড়ি আসা-যাওয়া করতে পারছে না।
মহাখালী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘রিকশাচালকরা প্রথমে কম ছিল। এখন বাড়ছে। হেঁটে তারা মহাখালী এলাকায় মিছিল করছে। আমরা বিষয়টি পুলিশের ক্রাইম বিভাগকে জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।’
জানা গেছে, মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড় অবরোধ করে অবস্থান করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে কোনো যানবাহন মোহাম্মদপুর যেতে ও আসতে পারছে না। আগারগাঁও এলাকায় অবস্থান নেওয়ায় শ্যামলী থেকে কোনো যানবাহন এই মুহূর্তে মহাখালী যেতে পারছে না। অন্যদিকে ডেমরা আসা যাওয়ার সড়কও তারা অবরোধ করেছে।
সড়ক অবরোধ ছাড়াও নগরীর বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিকশাচালকরা ব্যানার নিয়ে তাদের এক দফা দাবি ও রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই অবরোধের কারণে ভোগান্তিতে থাকা যাত্রীরা।
ওই গ্রুপে মোহাম্মদ তরিকুল ইসলাম নামে এক সদস্য ভিডিও পোস্ট করে লেখেন, টেকনিক্যাল মোড়ে অটোরিকশা চালকরা চারদিকে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে মিরপুর-শ্যামলী-গাবতলী সবদিকে রাস্তা বন্ধ। রাস্তার চারদিকে হাজার হাজার গাড়ি টেকনিক্যাল মোড়ের সিগন্যালের সামনে অপেক্ষা করছে।