সব রাজনৈতিক দল ৩১ দফার পতাকাতলে : ডা. এ জেড এম জাহিদ
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এর মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পুনর্নিমাণ-বির্নিমাণ হবে। তাঁর এই কর্মসূচির প্রতি আস্থা রেখে দেশের মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল তা গ্রহণ করেছে।’
আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে এসব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উপজেলা ও পৌর বিএনপি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আহত নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে।
ডা. এ জেড এম জাহিদ বলেন, বিএনপি জনগণের দল। আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর বিএনপি পালিয়ে যাওয়া মানুষের দল না। বিএনপি হচ্ছে সেই বীরের দল, যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
ডা. জাহিদ আরও বলেন, বিএনপি পরিবার নির্যাতিত হয়ে একটি পর্যায়ে এসেছে। এখনও আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি। এ আন্দোলন চলমান জনগণের অধিকার জনগণের কাছে ফেরত না দেওয়া পর্যন্ত। একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এই ৩১ দফা কর্মসূচিকে যদি সফল করতে হয় তাহলে আমরা যারা বিএনপির সদস্য আছি এবং এর বাইরে যে মানুষগুলো আছে তাদের বুঝাতে হবে। কারণ বিএনপির পতাকাতলে নয় ৩১ দফা কর্মসূচির পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতারা।
মতবিনিময় শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেন জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও কারাবন্দি নেতাকর্মীদের মধ্যে আর্থিক অনুদান দেন।