পেটের ভেতর থেকে ১৬৫০ ইয়াবা উদ্ধার
খুলনায় উজ্জ্বল শেখ নামে এক যুবকের পেট থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। সঙ্গে থাকা আরও ৬০০ পিস ইয়াবাসহ পুলিশ তাঁকে আটক করেছিল।
আজ শুক্রবার (২২ নভেম্বর) খুলনা মেট্রেপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
ই-মেইল বার্তায় বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা-সাতক্ষীরা সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস তল্লাশি করে উজ্জ্বল শেখ নামে এক যুবকে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তখন তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে পেটে আরও ইয়াবা আছে বলে জানান। এরপর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসতালে নিয়ে এক্স-রে করে দেখা যায় পেটের ভেতর অনেকগুলো পোটলা আছে। পরে কর্তব্যরত চিকিৎসক ওষুধ খাওয়ালে একে একে দীর্ঘ সময় ধরে ইয়াবার পোটলাগুলো তাঁর মলদ্বার দিয়ে বের হতে থাকে। তার পেট থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৩টি পোটলা বের হয়। একেকটি পোটলায় ৫০টি করে মোট এক হাজার ৬৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তাঁর কাছে পাওয়া ৬০০ সহ সর্বমোট দুই হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে উজ্জ্বল শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশের ওই ই-মেইল বার্তায় জানানো হয়।