হাসানাতের ছেলে মঈন আবদুল্লাহ ২ দিনের রিমান্ডে
বরিশালের দুই মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (২৪ নভেম্বর) বিকেলে জেলা তৃতীয় আদালতের বিচারক নুরুল আমিন এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় যুবদলনেতা শামীম হত্যা মামলায় গত ২৬ অক্টোবর রাতে তাঁকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি কাশিপুর কারাগারে ছিলেন। তাঁর বিরুদ্ধে বরিশালে দুটি মামলা থাকায় আজ আদালতে হাজির করা হয়।
কোর্ট পরিদর্শক নাজমুল নিশাত বলেন, মঈনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বিএনপির করা পৃথক দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে মঈন একজন ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি)। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের একাধিক থানায় তাঁর বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।