জামালপুরে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত
জামালপুরে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসাপাতালে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা।
জেনারেল হাসপাতালের ডক্টরস কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় জেলা ড্যাবের আহ্বায়ক ডা. আহমদ আলী আকন্দের সভাপতিত্বে সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক ডা. ইসমাইল হোসেন, ডা. এ এ এম তাহের, ডা. এম আর সিদ্দীকী, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহসভাপতি মো. আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসক এরশাদের গুপ্তবাহিনীর গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নিহত হন। তাঁর আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা আরেক স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। তাই নিহত ডা. শামসুল আলম খান মিলনের আজ ৩৪তম মৃত্যুবার্ষিকীতে আমাদের নতুন করে শপথ নিতে হবে যেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়।
পরে হাসপাতাল প্রাঙ্গনে শহীদ মিলনের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তাঁর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।