জামালপুরে যৌথবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৫
জামালপুরের ইসলামপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার বেপারীপাড়ায় এই অভিযান পরিচালিত হয়।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে জানান, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ ইসলাম ও ইসলামপুর থানা পুলিশের নেতৃত্বে পৌর এলাকার বেপারীপাড়ায় অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক ব্যবসায়ী খুশু বেপারী (৩৬), তাঁর ছেলে আব্দুল জাহান (১৯), পাক বেপারী (৫৩), তাঁর ছেলে মানিক বেপারী (২৮) ও তুরফানকে (২৪) আটক করে যৌথবাহিনী।
ওসি আরও জানান, তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন, ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুড়ি, একটি কুড়াল, ছয়টি চোরাই মোটরপাম্প ও নগদ দুই লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।