যুক্তরাজ্যে ১০ দিনের সফরে গেলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে আজ শনিবার (৩০ নভেম্বর) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৮টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেন তিনি। এ সফরে তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে রয়েছেন।
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব কথা জানা গেছে।
বিএনপি মিডিয়া সেলের এক সূত্র জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার দেখা হবে। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। সেখান থেকে পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।