ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১২ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৮১২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ বুধবার (৪ ডিসেম্বর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সারা দিন ডিএমপির ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় ২৭টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিএমপি।