নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ : ডিএমপি কমিশনার
মহানগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ঢাকা মহানগর পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ক্র্যাব সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি ও সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপি এবং ক্র্যাব একসঙ্গে কাজ করে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কারো পক্ষেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।’
শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘ডিএমপির সদস্যবৃন্দ নগরবাসীকে নতুন করে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই-আগস্টের ঘটনার পর ডিএমপি যখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়, তখন ঢাকাবাসীর জীবন এবং সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি আশ্বস্ত করতে চাই আমার সহকর্মী ও আপনাদের সহযোগিতা নিয়ে ঢাকাবাসীর জান-মালের হেফাজত করে করে যাব। আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় ঢাকাবাসী জমায়েত হবেন এবং আমি আশা করি সবাই আনন্দের সাথে ও নিরাপদভাবে এই দিনগুলো উদযাপন করবেন। অনুষ্ঠানগুলোর জন্য ডিএমপি সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে।’
পরে ডিএমপি কমিশনার ক্র্যাব সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট এবং সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কারের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ক্র্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।