নোয়াখালীর মাইজদীতে মার্কেটে অগ্নিকাণ্ড
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেট ও নুপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি প্রিন্টিং প্রেসসহ প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরও কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের।
গতকাল শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের মাইজদী, চৌমুহনী, সোনাইমুড়ী, কবির হাট ও ফেনীসহ মোট পাঁচটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, বন্ধ থাকা একটি প্রিন্টিং প্রেস থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। আগুন নেভানোসহ লুটপাট ঠেকাতে সহযোগিতা করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে।
ব্যবসায়ীরা আরও জানান, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রিন্টিং প্রেস, ভাই ভাই হোটেল, বিকাশ দোকান, জুতা দোকান ও গোডাউন, ক্রোকারিজ দোকান, কাপড়ের দোকান, খেলনা দোকান, সাইকেল মার্ট, চাইনিজ হোটেল, নিউ মডার্ন ফ্যাশন, লাকি স্টোর, খালেক ক্রোকারিজ, বাটা শোরুম ও ওষুধের দোকানসহ প্রায় ৩০টি দোকান। মার্কেটের এই অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ীর পথে বসার উপক্রম হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমাদের পাঁচটি ইউনিটি চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তে বের হয়ে আসবে।’