মুক্তিযোদ্ধা নাজমুল হক তারার ইন্তেকাল
মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এফ এম নাজমুল হক তারা (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল রোববার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রামে।
মরহুমের জামাতা অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল জানান, তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ নানা ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আজ সোমবার বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ শহরের গোলকিবাড়ী কবরস্থানে দাফন করা হতে পারে বলে আনোয়ারুল আজিজ টুটুল এনটিভি অনলাইনকে প্রাথমিকভাবে জানিয়েছেন।