২০ দলের আনন্দ মিছিলে পুলিশের বাধা
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের জয়ে আনন্দ মিছিল করতে পারেনি কুষ্টিয়ার বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। পুলিশের বাধায় আনন্দ মিছিল পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বাবলু।
সাজেদুর জানান, আজ বেলা সাড়ে ১২টায় ক্রিকেটের বিশ্বআসরে প্রথমবারের মতো বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ওঠায় কুষ্টিয়ায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীরা শহরের রাজার হাট মোড় থেকে আনন্দ মিছিলের আয়োজন করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নাশকতার আশঙ্কায় বিএনপির মিছিল শহরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।