জামায়াত-শিবিরের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মিছিল
হাজীগঞ্জ দরবার শরীফের পীর ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সভাপতির ওপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্মারকলিপি দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা জানান, গত ৬ জানুয়ারি কুমিল্লার লাকসামের আউসপাড়া এলাকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মাহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর গাড়িতে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় দোষীদের বিচার চেয়ে আজ এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ।
দুপুরে শহরের দক্ষিণ কোটগাঁও এলাকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জুবলী রোডের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে তারা। এ সময় সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ আমজাদ আলী লিটন, সাধারণ সম্পাদক ফজলে করিম মোল্লা বক্তব্য দেন। পরে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তাঁরা।