অনলাইন থেকে শো-রুমে ‘আমার শপ’
রুনা আমির আজ থেকে পাঁচ বছর আগে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে বিভোর হয়ে ‘আমার শপ’ নামের একটি ফেসবুক পেজ চালু করেন। সেখানে বিক্রি শুরু করেন স্কিন হেয়ার কেয়ার ও কালার কসমেটিক সামগ্রী। বিদেশ থেকে এসব পণ্য দেশে এনে বিক্রি করে লাভবান হতে থাকায় স্বপ্ন আরও বড় হয় রুনা আমিরের।
তাই গেল বছর এই ব্যবসাকে ফেসবুক পেজ থেকে নিয়ে আসেন ওয়েবসাইট ও অ্যাপে। ‘আমার শপ ডটকম বিডি’ নামে ওয়েবসাইট ও অ্যাপে ক্রেতা আরও বাড়তে থাকে।
আজ রাজধানী গুলশানের পিংক সিটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় শো-রুমে যাত্রা শুরু করেছে ‘আমার শপ’।
এ প্রসঙ্গে ‘আমার শপ’ এর মালিক রুনা আমির এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ইউএসএ, ইউকে, থাইল্যান্ডের দেশ থেকে পণ্য নিয়ে এসে বিক্রি করে থাকি। আমরা ক্রেতার বিশ্বাস অর্জন করতে পেরেছি বিধায় আজ অনলাইন থেকে শো-রুমে যাত্রা শুরু করলাম। আপনারা যেকোনো স্কিন হেয়ার কেয়ার ও কালার কসমেটিক সামগ্রীর জন্য অনলাইন বা শো-রুমে যেকোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন।’
‘আমার শপ’ এর ওয়েবসাইট : www.amarshop.com.bd