গ্রামীণফোনের সঙ্গে সিটি ইউনিভার্সিটির চুক্তি
কম খরচে ইন্টারনেট ব্যবহার নিয়ে গ্রামীণফোন ও সিটি ইউনিভার্সিটির মধ্যে চুক্তি হয়েছে। আজ রোববার সিটি ইউনিভার্সিটির পান্থপথ ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষরের সময় সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্-ই-আলম, উপ-উপাচার্য প্রফেসর মুস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব বিজনেস সাব্বির হোসেন, হেড অব বিজনেস গভর্নেন্স অ্যান্ড ইন্টারনাল কমপ্লায়েন্স মো. সিরাজ উদ্দিন লস্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির মধ্য দিয়ে সিটি ইউনিভার্সিটি কম খরচে শিক্ষক ও শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম হলো। যার ফলে স্বল্প খরচে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হয়ে নিরবচ্ছিন্নভাবে ক্লাস করতে সক্ষম হবে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।