পদ্মা সেতুর উদ্বোধনে এসএ গ্রুপের বর্ণাঢ্য আয়োজন
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, এমডি সাজ্জাদ আরেফিন আলমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
সাহাবুদ্দিন আলম তাঁর বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ও প্রসারে পদ্মা সেতুর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠানটির এমডি সাজ্জাদ আরেফিন আলম তাঁর বক্তব্যে বলেন, পদ্মা সেতু দেশের অর্থনীতির চালিকাশক্তিকে আরও গতিশীল ও চাঙা করবে, যা সামগ্রিক ভাবে শিল্পের উন্নয়ন ও বেকারত্ব কমাতে সাহায্য করবে। কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।